গত ২৫ অক্টোবর বৃহস্পতিবার লোহাগাড়া উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে লোহাগাড়া পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রকৌশলী রতন কুমার দাশে এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন লোহাগাড়া পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ডা: রিটন দাশ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদ্যাপন পরিষদ প্রাক্তন সভাপতি দিলীপ কুমার মজুমদার। প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম, বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় সরকার, প্রশাসন, রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ ও সাংবাদিক সহ সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি নিবাস দাশ সাগর, যুগ্ম সম্পাদক উত্তম শর্মা, সাংগঠনিক সম্পাদক কল্লোল সেন, নির্বাহী সদস্য হরিপদ চৌধুরী বাবুল, লোহাগাড়া পূজা কমিটির সাবেক সভাপতি সুভাষ নাথ।