লোহাগাড়া থানায় যোগ দিলেন ওসি সাইফুল ইসলাম

চট্টগ্রামের লোহাগাড়া থানার সাবেক ওসি মুহাম্মদ শাহজাহান পিপিএম এর বদলীর দীর্ঘ প্রায় একমাস পর, (শনিবার) ১৭মার্চ নবাগত ওসি হিসেবে যোগদান করেন মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে তিনি সন্ধীপ থানাও ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

লোহাগাড়া থানাকে দালাল ও মাদকমুক্ত গড়তে লোহাগাড়ার সকলের সহযোগিতা চেয়েছেন নবাগত ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

উল্লেখ্য ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম ২০০১সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ইতিপূর্বে তিনি বান্দরবান সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্বরত ছিলেন, এরপর লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে ছিলেন, তারপর পদোন্নতি পেয়ে চট্টগ্রাম ডিবির ওসি এবং পরবর্তীতে সন্ধীপ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ী কক্সবাজার জেলার উখিয়া উপজেলায়।