লোহাগাড়া থানার বিশেষ অভিযানে ইয়াবা চোরাকারবারি গ্রেফতার ।

লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫০০০/- (পনের হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, ২০(বিশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদ এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকারসহ গ্রেফতার হয়েছে ০৪ জন। জানা যায়, লোহাগাড়া থানার এসআই (নিঃ)/গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ ১০ সেপ্টেম্বর দুপুরে লোহাগাড়া চুনতি ইউপিস্থ ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর অভিযান চালিয়ে ১৫০০০/- (পনের হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১। মোঃ ইব্রাহিম (২২), পিতা-আলী আহম্মদ, মাতা-নুরজাহান বেগম, সাং-ইসলামাবাদ, হাসান ড্রাইভারের বাড়ী পার্শ্বে, ওয়ার্ড নং-০৪, টেকনাফ পৌরসভা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, ২। মোঃ জাহেদ হোসেন (২২), পিতা-মোঃ রশিদ আহাম্মদ, মাতা-আনোয়ারা বেগম, সাং-ইসলামপুর, রশিদ আহাম্মদ এর বাড়ী, ওয়ার্ড নং-০৪, সদর পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার, ৩। মোঃ মনির হোসেন (৩২), পিতা-মোঃ মহির উদ্দিন, মাতা-মোসাঃ মমতাজ বেগম, সাং-ছোলমাইদ, পূর্ব পাড়া, গোলশান, ঢাকা-১২১২, থানা-ভাটরা, জেলা-ডিএমপি, ঢাকাদের’কে গ্রেফতার করেন। লোহাগাড়া থানার এসআই (নিঃ)/মোঃ আব্দুল হক সঙ্গীয় ফোর্সসহ এসময় সময় লোহাগাড়া থানাধীন চরম্বা ইউপিস্থ রাজঘাটা ০৯নং ওয়ার্ড গরম মসজিদ এর সামনে টংগাবতি সড়কে উপর অভিযান চালিয়ে ২০(বিশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ আসামী সজীব কান্তি নাথ (৩০), পিতা-চাচী রাম কান্তি নাথ, মাতা-কাঞ্চনা বালা দেবী, সাং-পশ্চিম কলাউজান, করাইল্লা পুকুর পাড়, দূর্গা মন্দিরের পার্শ্বে, কলাউজান ইউপি, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করা হয়। আসামীদের’কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উক্ত বিষয়ে পৃথক পৃথক ০২টি মামলা রুজু করা হয়েছে।