লোহাগাড়া ছাত্রলীগের আহবায়ক সুজনের পিতা আর নেই!

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক রিদওয়ানুল হক সুজনের পিতা মো. ফেরদৌস (৬৩) আজ  সকাল সাড়ে ১০টায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে……রাজেউন)।

তিনি লোহাগাড়া সদর ইউনিয়নের দর্জিপাড়ার মৃত তরিকত উল্লাহ পুত্র। একইদিন বাদ মাগরিব দর্জিপাড়া জামে মসজিদ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে পারিবারিক সূত্রে জানা গেছে।

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক রিদওয়ানুল হক সুজনের পিতার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন । একই সাথে মৃত্যের  পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

এছাড়াও লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মামুনুর রশিদ চৌধুরী ও লোহাগাড়া দোকান কর্মচারী পরিষদের সভাপতি মিছবাহ উদ্দিন রাজিব গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে মরহুমের মৃত্যুতে পৃথক পৃথক শোক প্রকাশ করেছেন।

জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সার আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।