লোহাগাড়া চুনতির প্রবীন মওলানা ওবাইদুর রহমানের ইন্তেকাল

লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের বিশিষ্ট আলেমেদ্বীন পীরে কামেল হযরত মাওলানা ওবাইদুর রহমান(৭৬), (পীর সাহেব, চুনতি) বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিনি চুনতি এনায়েত আলী উকিল বাড়ির মরহুম মুহাম্মদ ফেরদৌসের সুযোগ্য পুত্র।
শুক্রবার সকাল ৯ টায় ঐতিহাসিক চুনতি সীরাত ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
মৃত্যুকালে তিনি ৫ পুত্র ও ৫ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
উল্লেখ্য তিনি দীর্ঘদিন যাবত চট্টগ্রামস্থ নাছিরাবাদ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে হেড মাওলানা হিসেবে সুনামের সাথে কর্মরত ছিলেন।
তাঁর মৃত্যুতে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাংসদ ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের রূহের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।