চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের খানদিঘি এলাকায় গতকাল ২৯ জুলাই রবিবার সকাল ১১টায় অভিযান চালিয়ে ৮২ হাজার পিস ইয়াবাসহ পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবাপাচার কাজে ব্যবহৃত হাইয়েস মাইক্রো আটক করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে
চালক কৌশলে পালিয়ে গেছে।
আটক পাচারকারী আবদুল কাদের মাতুব্বর (৫২) ফরিদপুরের সদরপুর থানার সাড়েসাতরশি গ্রামের আবদুল খালেক মাতুব্বরের পুত্র। তার বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা রয়েছে বলে জানা গেছে।
অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার এসআই সোহেল সিকদার। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনতি খানদিঘি এলাকায় চট্টগ্রাম শহরমুখী একটি মাইক্রোতে (ঢাকা মেট্রো–চ–৫৩–০০২৪) তল্লাশী চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা বলে থানা সূত্রে প্রকাশ। আটক ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এদিকে, একইদিন বেলা ৩টায় ইয়াবা উদ্ধারের ব্যাপারে সংবাদ সম্মেলনের আয়োজন করে থানা পুলিশ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা। এ সময় লোহাগাড়া থানার ওসি (তদন্ত) আবদুল জলিল উপস্থিত ছিলেন।