লোহাগাড়ায় ৪ হাজার পিস ইয়াবা সহ আটক ১।

গত ১২ অক্টোবর শুক্রবার রাত ১২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার সদর এলাকায় চার হাজার ইয়াবাসহ এক বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বাসচালকের নাম শফিকুল ইসলাম(৩৬)। সে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ মিজমিঝি চৌধুরী পাড়ার মৃত নুরু মিয়ার পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী গ্রিনলাইন পরিবহণের একটি বাসে তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে জানা যায়। গতকাল গ্রেপ্তারকৃতকে সকালে আদালতে সোপার্দ করা হয়েছ বলে থানা সুত্রে প্রকাশিত হয়।