গত সোমবার রাতে লোহাগাড়া পুটিবিলা সরইয়া গ্রামের বারতালুক পাড়ায় পারিবারিক কলহের জেরে কীটনাশক পানে পটো আক্তার (৩৫)নামে ৩ সন্তানের জননী আত্নহত্যা করেছেন। ।
সে দিনমজুর আমির হোসেনের স্ত্রী। এঘটনায় লোহাগাড়া থানায় গতকাল একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভারের কারণে স্বামী-স্ত্রীর সাথে মনোমালিন্য চলে আসছিলো। ঘটনার দিন কন্যাকে তরকারী গরম করতে বললে সে অনীহা প্রকাশ করে। এত অভিমানী মা আত্নহত্যা করেন। ঘটনার পরপরই স্বামাী পলাতক রয়েছে।
এসআই আবুল কাশেম বলেন, পারিবারিক কলহ ও অভাবই আত্নহত্যার মূল কারণ। ময়না তদন্ত শেষে রাতে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলেই ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন হবে।