লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও চোলাইমদ সহ ৩ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১ সেপ্টেম্বর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি খানদিঘি এলাকায় অভিযান চলিয়ে ২৬শ পিস ইয়াবা ও ১২ লিটার চোলাইমদ সহ তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো সাইফুল ইসলাম।
গ্রেপ্তাররা হচ্ছে কক্সবাজারের দক্ষিণ কুতুবদিয়া পাড়ার মৃত ওমর আলীর পুত্র শামসুল আলম (৪০) ও তার স্ত্রী নুর জান বেগম (৩৫)। চট্টগ্রাম শহর মুখী দুরপাল্লার বাসে তল্লাশি চলিয়ে তাদের কাছ থেকে ২৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া উপজেলার বড়হাতিয়া হাদুর পাড়ার মৃত মো ইউনুছের পুত্র মো তোফায়েল (৩০) কে ১২ লিটার চোলাইমদ সহ গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়া। গতকাল (রবিবার) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ করা হয়।