লোহাগাড়ায় ভারী বর্ষনের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তাগুলো বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কের ভাঙ্গনগুলো দ্রুত সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
চট্টগ্রামের লোহাগাড়া পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭আগস্ট বেলা ৩টায় উপজেলা পরিষদের আয়োজনে এ সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।
এসময় প্রফেসর ড.নদভী বলেন,করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে সারাদেশে ব্যাপকভাবে উন্নন সাধিত হয়েছে।তারই ধারাবাহিকতায় আওয়ামীলীগ সরকারের আমলে সাতকানিয়া লোহাগাড়ার বিভিন্ন এলাকায় উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন,মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়ন করেছেন। অনেক বড় মেঘা প্রকল্প হাতে নিয়েছেন। লোহাগাড়ায় বিদ্যুৎ নিয়ে কোন ধরণের গাফিলাতি করা যাবেনা।লোহাগাড়ায় ২৪ঘন্টা বিদ্যুৎ ব্যবস্হা ঠিকভাবে পর্যবেক্ষকণ করতে ডিজিএমকে নির্দেশ দেন তিনি।
বিদ্যুৎ খাতে কোন ধরণের অবহেলা করলে কঠোরভাবে ব্যবস্হা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তৌছিফ আহমেদ`র সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইব্রাহিম কবির, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ,উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, উপজেলা প্রকৌশলী দিবাকর রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া,চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়ার ডিজিএম সরওয়ার জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম,লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী,পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন, চুনতি ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, চরম্বা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শফিকুর রহমান,আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব মিয়া,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিবাস দাশ সাগর, আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট,দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ,দক্ষিণ জেলা যুবলীগের সদস্য নুরুল আলম জিকু, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ,আমিরাবাদ ইউপির চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) এসএম ইউনুছ,পুটিবিলা ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান সুজিত বড়ুয়া কাজল,সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী,সহকারী একান্ত সচিব এসএম শাহাদাৎ হোসাইন শাহেদ প্রমুখ।
এছাড়াও সভায় উপজেলার সকল জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপজেলার কর্মরত সকল কর্মকর্তারা উপস্হিত ছিলেন।
হোম সাতকানিয়া লোহাগাড়ায় সড়কের ভাঙ্গনগুলো দ্রুত সংস্কারের জন্য প্রকৌশলীকে নির্দেশ দিলেন সাংসদ ড.নদভী