লোহাগাড়ায় সিএনজি থেকে মাসিক চাঁদা বন্ধের নির্দেশ দিলেন ড.আবু রেজা নদভী এমপি

সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় সংসদ সদস্য,বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেছেন,আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার ও মানুষের ভাগ্যে `র উন্নয়নের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্ব দেশ এখন অনেক এগিয়ে গেছে। তিনি আরো বলেন,সন্ত্রাস,চাঁদাবাজ, দখলবাজ ও মাদক বিক্রেতাদের কোন প্রকার ছাড় দেওয়া হবেনা।লোহাগাড়ায় সিএনজি থেকে মাসিক চাঁদা বন্ধের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে কঠোরভাবে নির্দেশ দিলেন প্রফেসর ড.নদভী এমপি।এছাড়াও ম্যাজিক গাড়ি,পিক-আপসহ বিভিন্ন পরিবহনের জন্য নতুন নীতিমালা করার নির্দেশও দেওয়া হয়।
লোহাগাড়ায় শীঘ্রই আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয় স্হাপন করা হবে ইনশাল্লাহ।
লোহাগাড়া উপজেলা পরিষদের আয়োজনে ১০এপ্রিল সকালে উপজেলা পরিষদ মিলনাতায়নে মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন । অনুষ্টানের শুরুতে সাংসদ ড.নদভী নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, ভাইস-চেয়ারম্যান এম.ইব্রাহীম কবির ও মহিলা- ভাইস চেয়ারম্যান জেসমিন আকতারকে ফুলেল শুভেচ্ছা জানান।
লোহাগাড়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) পদ্মাসন সিংহ`র সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নুরুল আবছার চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন, লোহাগাড়া উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মুহাম্মদ হানিফ, লোহাগাড়া উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান এম.ইব্রাহীম কবির, মহিলা-ভাইস চেয়ারম্যান মিসেস জেসমিন আকতার,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর,লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী,পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন, চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নাল আবেদীন জনু কোম্পানি,অাধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আইয়ুব মিয়া, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, পুটিবিলা ইউপি চেয়ারম্যান হাজ্বী মুহাম্মদ ইউনুছ,চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান, আমিরাবাদ ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) এসএম ইউনুছ,সাংসদ ড.নদভীর একান্ত সহকারী সচিব এসএম শাহাদত হোসাইন শাহেদ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধিরা, সাংবাদিকবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।