লোহাগাড়ায় সাত আসামি গ্রেপ্তার

লোহাগাড়ায় ১৭ জুলাই রাতে বিভিন্ন অভিযোগে সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে সাজাপ্রাপ্ত একজন, গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত ৩ জন ও সন্দেহজনক ৩ জন আসামি রয়েছেন বলে জানান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হাদুর পাড়ার মৃত মোস্তাফিজুর রহমানের পুত্র হারুন অর রশিদ (৪৫), পদুয়া ইউনিয়নের পূর্ব বাঘমোয়া এলাকার গোলাম কবিরের পুত্র মোহাম্মদ বেলাল (২০), লোহাগাড়া সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়ি তালুকদার পাড়ার আবদুস সালামের পুত্র ইয়াসিন আরাফাত (১৮), আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা মতলব ড্রাইভার বাড়ির আবদুল করিমের পুত্র নুরুল আলম (২৮), চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা এলাকার শাহ আলমের পুত্র মোহাম্মদ শাহজাহান (২৫), একই এলাকার জয়নাল আবেদীনের পুত্র হাবিবুল্লাহ (২০) ও একই উপজেলার ইলিশিয়া বাজার এলাকার নুর উদ্দিনের পুত্র মোহাম্মদ শাহ আলম (৪০)।
জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে হারুন অর রশিদ সাজাপ্রাপ্ত, বেলাল, ইয়াসিন আরফাত ও নুরুল আলম গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত এবং শাহজাহান, হাবিবুল্লাহ ও শাহ আলম সন্দেহজনক আসামি।
লোহাগাড়া থানার এসআই আবদুল আউয়াল, এসআই মিজান, এএসআই বিল্লাল ও এএসআই হেলালের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ১৮ জুলাই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।