লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের পূর্ব রাজঘাটার কমলামূড়া এলাকায় গত ২৫ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ৩ টায় সপ্তম শ্রেণির ছাত্রী এক ছাত্রীকে বাড়িতে ঢুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. কামাল উদ্দিন (৪২) নামের এক বখাটেকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এই ঘটনায় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ কারাদন্ড প্রদান করেন।
বখাটে কামাল উপজেলার চরম্বা মধ্যম রাজঘাটা সিকদার বাড়ির জাফর আহমদের ছেলে। ।
আক্রান্ত কিশোরী জানায়, বিগত ২ মাস ধরে বখাটে কামাল বিদ্যালয়ে যাওয়া-আসার পথে তাকে উত্যক্ত করতে থাকে। সে প্রায় সময় তাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে তার সাথে পালিয়ে যেতে বলে। ঘটনার পূর্বের দিনও বখাটে কামাল তাকে রাস্তায় জোড় করে দাঁড় করিয়ে তার সাথে পালিয়ে যেতে ভয় দেখায়। না হলে তাকে তুলে নিয়ে যাবে বলেও হুমকি দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কামাল দীর্ঘদিন ধরে এলাকায় নিজেকে নেতা বলে দাবি করে বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। এলাকায় কামালকে সবাই নেতা কামাল বলে ডাকে এবং ভয়ে কেউ তার অপকর্মের বিরুদ্ধে বলতে সাহস করে না। কামালের এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে আব্দুল আলম জানান, এলাকার সেনুয়ারা বেগমের মাধ্যমে জানতে পেরে ঘটনার প্রায় ১ ঘন্টা পরে আমি ঘটনাস্থলে যাই। ওই সময় কামালকে বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকতে দেখলে তাকে ওখান থেকে চলে যেতে বলি। এতে ক্ষিপ্ত হয়ে সে আমার ওপর হামলা করার চেষ্টা করে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আসলাম জানান, ঘটনার পরদিন ভিকটিমের পরিবার আমার কার্যালয়ে এসে বিষয়টি জানালে আমি এ বিষয়ে খোঁজ খবর নিই। পরে অভিযান চালিয়ে বখাটে কামালকে আটক করি এবং ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করি