হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দূর্গাপূজা নিরাপদ ও শান্তিপূর্ন পরিবেশে উদযাপনের লক্ষে সম্মানীত পূজার্থীদের লোহাগাড়া থানা পুলিশের পক্ষ থেকে নিম্মোক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
(১)পূজা মন্ডপে আর্ম ব্যান্ডধারী প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করে পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করুন।
(২)পূজা মন্ডপে পুরুষ ও মহিলা পূর্নাথীদের প্রবেশ ও প্রস্থানের জন্য আলাদা ব্যবস্থা রাখুন।
(৩)পূজা চলাকালে আতশবাজি এবং ফটকা ফুটানো থেকে বিরত থাকুন।
(৪)পূজা উদযাপনকালীন সময়ে অন্যান্য ধর্মের অনুসারীদের ধর্মীয় কার্যসম্পাদনে যাহাতে ব্যাঘাত না ঘটে সে দিকে সতর্ক দৃষ্টি রাখুন।
(৫)পূজা চলাকালীন সময়ে মদ্যপান বা যে কোন ধরনের মাদক গ্রহন থেকে বিরত থাকুন।
(৬)প্রতিটি পূজা মন্ডপে প্রয়োজনীয় সংখ্যক সিসি টিভি ক্যামেরা ব্যবহার পূর্বক নিরাপত্তা নিশ্চিত করুন।
(৭)পূজা মন্ডপের আশপাশে গাড়ী পার্কিং এর ব্যবস্থা রাখুন।
(৮)সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ধরনের উস্কানি মূলক পোষ্ট বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে এমন কোন মন্তব্য থেকে বিরত থাকুন।
(০৯)পূজা মন্ডপের যে কোন সমস্যা তাৎক্ষনিক ভাবে দায়িত্বরত পুলিশ অফিসার বা থানার অফিসার ইনচার্জ কে অবহিত করুন।
(১০)শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ন ও ধর্মীয় ভাব গাম্ভীর্য্যতার মধ্য দিয়ে সম্পন্নের লক্ষে সকল ধর্মের অনুসারীগন নিজ নিজ অবস্থান থেকে সহযোগীতা করুন।
(১১)হেলমেট বিহীন এবং দুইয়ের অধিক ব্যাক্তি নিয়ে মোটর সাইকেল চালানো থেকে বিরত থাকুন এবং ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ীর কাগজ পত্র সাথে রাখুন।
(১২)সূর্যাস্তের পূর্বে প্রতিমা বিসর্জন সম্পন্ন করুন।
প্রয়োজনীয় সহযোগীতার জন্য যোগাযোগ করুন।
(১) অতিরিক্ত পুলিশ সুপার, (দক্ষিন) চট্টগ্রাম- মোবাইল -০১৭১৩-৩৭৩৬৩০।
২। অতিরিক্ত পুলিশ সুপার, (সাতকানিয়া সার্কেল), চট্টগ্রাম- মোবাইল-০১৭১৩-৩৭৩৬৩৬।
৩। অফিসার ইনচার্জ, লোহাগাড়া থানা, চট্টগ্রাম- মোবাইল -০১৭১৩-৩৭৩৬৫০।
৪। পুলিশ পরিদর্শক তদন্ত, লোহাগাড়া থানা, চট্টগ্রাম- মোবাইল-০১৭৬৯-৬৯৪২৭৩।