গত মঙ্গলবার লোহাগাড়ায় চট্টগ্রাম মুখি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে পুলিশ। আরকান সড়কের চুনতি খানদিঘী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো কক্সবাজার উখিয়া উপজেলার টিএন্ডটি গুচ্ছগ্রামের নুরুল আবছার ও একই এলাকার মো. ইয়ছিন আরাফাত। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, এঘটনায় একটি মামলা করা হয়েছে। আটককৃতদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।