লোহাগাড়ায় বিষপানে ব্যবসায়ীর আত্মহত্যা

লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সুখছড়ি কালী বাড়ি এলাকায় ১৭ মে (বৃহস্পতিবার) রাতে এক ব্যবসায়ী বিষপানে আত্মহত্যা করেছে।

নিহত তপন দাশ (৪২) ওই এলাকার মৃত বাশী মোহন দাশের পুত্র ও কক্সবাজারের ব্যবসায়ী। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই মফিজুল ইসলাম।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশের সুরতহাল লিপিবদ্ধ শেষে লাশ থানায় নিয়ে আসেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি বিষপানে আত্মহত্যা করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, কক্সবাজার থেকে বাড়িতে উদ্দেশ্যে ঘটনারদিন রাতে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। সকালে বাড়ি সন্নিহিত পুকুর ঘাটে তপন দাশের লাশ দেখতে পেয়ে লোহাগাড়া থানা পুলিশকে খবর দেয়। বিশ্বস্থ সূত্রে জানা গেছে, ব্যবসায় লোকসান ও ধার-দেনা বেড়ে যাওয়ায় পাওনাদারের হাত থেকে রক্ষা পেতে তিনি আত্মহত্যা করেছেন।