লোহাগাড়ায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন প্রফেসর ড.নদভী এমপি

গতকাল ২৮ অক্টোবর সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক পৃথকভাবে লোহাগাড়া উপজেলার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ,মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ,মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও ৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনসহ গুরুত্বপুর্ণ উন্নয়নমুলক প্রকল্পের শুভ উদ্বোধন করেন সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবু আসলাম, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম,ওসি(তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার,মোস্তফা গ্রুপের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শফিক উদ্দিন,লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিবাস দাশ সাগর,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার,ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল,যুদ্ধকালীন কমান্ডার মোস্তফিজুর রহমান চৌধুরী, লোহাগাড়া প্রেস সাবেক ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ এম এ গনি সম্রাট,এসএম আবদুল জব্বার,উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন,পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন,চুনতি ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন,চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান,দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষনা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ,দক্ষিণ জেলা যুবলীগের সদস্য নুরুল আলম জিকু,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ফজলে এলাহী আরজু, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক নুরুল হক নুনু,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিজান,মোরশেদুল আলম নিবিল,এ রহমান মার্কেটের স্বত্বাধিকারী রশিদ আহমদ,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী,সাংসদের সহকারী একান্ত সচিব ও সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এসএম শাহাদৎ হোসাইন শাহেদ,যুবলীগ নেতা মিকরাজ উদ্দিন পিন্সু, সরওয়ার কামাল, সাতকানিয়া যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বেলাল,ছাত্রলীগ নেতা শফিউল আজম জুয়েল,ইফতেখার উদ্দিন তুষার, জিহানুর রহমান চৌধুরী, রিমু,মেহেদী, মুরাদ প্রমুখ।