লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ মিয়া (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার আমিরাবাদ তালুকদার পাড়ায় এঘটনা ঘটে। তিনি স্থানীয় মৃত আশরফ আলী পুত্র বলে জানা যায়। নিহতের স্বজন মো. ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বসতঘরের বিদ্যুৎ সংযোগ লাইনের বৈদ্যুতিক তার ছিড়ে টিনে পড়ে। বিদ্যুৎ নেই জেনে বৈদ্যুতিক তার সংযোগ দেয়ার জন্য বসতঘরের টিনের ছাউনিতে উঠেন তিনি। এসময় হঠাৎ বিদ্যুৎ সংযোগ চালু হয়। ফলে ছাউনির টিন বিদ্যুয়াতি হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই সোহেল সিকদার জানিয়েছেন, এ ব্যাপারে তাদের কাছে কোন তথ্য নেই।