উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা ২য় ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজক ছিল লোহাগাড়া দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থা। সেক্টর কমান্ডার শহীদ মেজর নাজমুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণিকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন নজরুল ইসলাম, আইসিটি’র মিজানুর রহমান চৌধুরী, শফিকুল ইসলাম, শঅমসুদ্দীন জয়নাল আবেদীন, বিএসসি, সুনীল কুমার চৌধুরী, মোহাম্মদ ইলিয়াছ, আবদুল খালেক, আখতার আহমদ, মোহাম্মদ মিনহাজ উদ্দিন, মোহাম্মদ আলী জিন্নাহ উপস্থিত ছিলেন।কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিকাল ৪টায়। প্রধান অতিথি ছিলেন ডা. সৈয়দ মোহাম্মদ মহিউদ্দিন। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক আবদুল খালেক।