গত রবি ও সোমবার পৃথক অভিযান চালিয়ে লোহাগাড়ায় দুই ইয়াবা পাচারকারী ও এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন এসআই মফিজুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন লোহাগাড়া সদরের বায়তুন নূর পাড়ার মো. সেলিমের ছেলে মো. তারেক(২৫), কক্সবাজার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরী পাড়ার সুরত আলীর ছেলে মো. লেলাল(২০), ও টেকনাফের নাইঈরকুল এলাকার মো. ইউনুছের ছেলে বদিউল আলম (৩৫)।
গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে তারেক ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি।কিছুদিন আগে দ্রুত বিচার আইনে তাকে এ সাজা দেয়া হয়েছে। গ্রেপ্তার এড়াতে সে দীর্ঘদিন যাবত পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে গতকাল মোমবার নিজ বড়ি থেকে সকালে তাকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, কক্সবাজার মহাসড়কের চুনতি খানদিঘী এলাকায় চট্টগ্রাম শহরমুখী দূরপাল্লার বাসে পৃথক অভিযান চালিয়ে গত রবিবার দিনদগত রাতে মো. হেলাল ও বদিউল আলমকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১ হাজার ও ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ইয়াবা পাচারকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। তাদেরেকে গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে ।