লোহাগাড়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

গতকাল শনিবার সকাল ১০টায় লোহাগাড়ার আমিরাবাদ সৈয়দপাড়ায় ফুফুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে

মৃত শিশুটি পদুয়া ইউনিয়নের দরগাহ মুড়া এলাকার আবছার উদ্দিনের কন্যা  ইসফা (১৮ মাস)। ঘটনার দিন সকালে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর স্বজনরা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে শিশুটিকে ভাসমান অবস্থায় পুকুরে পাওয়া যায়। তাৎক্ষণিক উদ্ধার করে লোহাগাড়া উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।