লোহাগাড়ায় পিতাকে মারধরের অপরাধে পুত্রের কারাদণ্ড

লোহাগাড়ায় পিতাকে মারধরের অপরাধে গত ৪ আগস্ট পুত্রকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত মো. ওসমান গণি (৩৫) উপজেলার পশ্চিম কলাউজান শাহ আহমদ পাড়ার নুরুল আমিনের পুত্র।
অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে পিতাকে প্রায়সময় মারধর করত পুত্র। পুত্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পিতা লোহাগাড়া থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত পুত্রকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে এক মাসের কারাদ- প্রদান করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, দ-প্রাপ্ত ওসমানকে গতকাল (রবিবার)
সকালে কারাগারে প্রেরণ করা হয়েছে।