লোহাগাড়া উপজেলার চরম্বা নোয়ারবিলা এলাকায় শনিবার দুপুরে নির্মাণাধীন ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম।
অভিযানে চিমনী নির্মাণের জন্য রাখা ২ লক্ষ ইট জব্দ ও মোঃ জামাল হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। আটককৃতে ১০ দিনের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
দন্ডপ্রাপ্ত জামাল হোসেন ও জব্দকৃত ইটের অংশ বিশেষ একটি ডাম্পট্রাকসহ থানা হেফাজতে রয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ডিউটি অফিসার এসআই প্রভাত কর্মকার।
ভাটার মালিক মো. শাহ্ আলম জানিয়েছেন, যাকে সাজা দেয়া হয়েছে তিনি হলেন চরম্বার আক্কাস উদ্দিনের পুত্র জামাল হোসেন। কৃষি জমিতে ভাটাটি নির্মিত হচ্ছে এবং তার কোন নামকরণ করা হয়নি বলে মালিক সূত্রে প্রকাশ।
ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত নির্মাণাধীন ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে- ২০১৩ মোতাবেক এ অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতে অভিযান অব্যাহত থাকবে।