“কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি” শ্লোগানকে সামনে রেখে লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীনিবাস দাশ সাগর, চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান, আধুনগর ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান শিবুরঞ্জন পাল, শিক্ষক নেতা সুনীল কুমার চৌধুরী, প্রকৌশলী রতন দাশ, রিটন দাশ, মুহাম্মদ গিয়াস উদ্দিন, আতিকুর রহমান ও মো. ইউনুচ।
প্রমুখ।