লোহাগাড়ায় জায়গা–জমির বিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার আমিরাবাদ হাছির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মাস্টার মনছুর আলী (৪২), মনজুর আলী (৩৮), কমরুন্নাহার (৩৪), আবদুস ছবুর (৩৮) ও মোঃ শহীদ (৩৬)।
জানা যায়, দুই পক্ষের জায়গা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। ঘটনার দিন বিরোধীয় জায়গায় স্থাপনা নির্মাণের কাজ করায় এ ঘটনা ঘটে। আহতরা সকলে চিকিৎসার জন্য লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্ল্লেঙে ভর্তি হয়। তার মধ্যে কমরুন্নাহারকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই মাসুদ জানান, এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।