লোহাগাড়ায় দরিদ্র কৃতি শিক্ষার্থীর মিলনমেলা

সেক্টর কমান্ডার শহিদ মেজর নাজমুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে গত ১৮ জানুয়ারি লোহাগাড়া দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত দরিদ্র কৃতি শিক্ষার্থীদের মিলনমেলায় বক্তারা এসব মন্তব্য করেন। সংগঠনের সভাপতি ও আধুনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক এম এম আহমদ মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাজা গ্রুপের চেয়ারম্যান আলহাজ সোলতান আহামদ চৌধুরী বাদশা। প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। গেস্ট অব অনার ছিলেন পারভীন আক্তার। সংবর্ধিত অতিথি ছিলেন শিক্ষাবিদ সুনীল কুমার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, মোহাম্মদ আলী জিন্নাহ্, মো. নোমান, প্রেসক্লাবের অর্থ-সম্পাদক খোকন সুশীল, মো. আমিন, মোবারক আলী, মো. বেলাল, মো. সোহেল, মো. আবুল আজম, মো. ইউসুফ, মো. আরমান হোসেন প্রমুখ।