লোহাগাড়া উপজেলার টংকাবতীরকূল পল্লী প্রগতি সংঘের উদ্যোগে উত্তরায়ণ উৎসব উপলক্ষে শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গণে তিনদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গত ১৭ জানুয়ারি সম্পন্ন হয়। কর্মসূচির মধ্যে ছিল মহতী ধর্মসম্মেলন, পদাবলী কীর্তন, মহানামযজ্ঞের শুভ অধিবাস, ষোড়শপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন, মহাপ্রসাদ বিতরণ। উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাদল কান্তি দাশের সভাপতিত্বে ও অজিত চক্রবর্তীর সঞ্চালনায় ধর্মসম্মেলনে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও পল্লী প্রগতি সংঘের সভাপতি প্রকৌশলী আশুতোষ দাশ। উদ্বোধক ছিলেন লোহাগাড়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিবাস দাশ সাগর। প্রধান অতিথি ছিলেন বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ। অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী প্রিয়তোষ শর্মা চন্দন। প্রধান বক্তা ছিলেন ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ বক্তা ছিলেন ভাগবতীয় বক্তা অধ্যাপক অজিত কান্তি দাশ। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ডা. রিটন দাশ, ইউপি সদস্য রফিকুল ইসলাম চৌধুরী, দীপক ভট্টাচার্য্য, লিটন বিশ্বাস, অশ্রু কুমার দাশ, মিঠুন দাশ। স্বাগত বক্তব্য রাখেন পল্লী প্রগতি সংঘের সাধারণ সম্পাদক কাঞ্চন আচার্য্য। সংগীত শিক্ষক অরূপ কান্তি নাথের পরিচালনায় পদাবলী কীর্তন পরিবেশন করেন অনন্যা দত্ত।