লোহাগাড়ায় টংকাবতীরকূল পল্লী প্রগতি সংঘের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত 

গত ২৮ অক্টোবর প্রকৌশলী আশুতোষ দাশের সভাপতিত্বে ও কাঞ্চন আচার্য্যরে সঞ্চালনায় লোহাগাড়া উপজেলার টংকাবতীরকূল পল্লী প্রগতি সংঘের সভা মন্দির প্রাঙ্গণে গত  অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মাস্টার বাদল কান্তি দাশ, সাধন দাশগুপ্ত, সন্তোষ দাশ বাঁশী, বাবুল কান্তি দাশ, ডা. জ্যোৎস্নাময় দাশগুপ্ত, অনিল চক্রবর্তী, আশীষ কুমার দাশ, আশিষ কুমার দাশ, ডা. স্বপন কান্তি দাশ, সুজিত দাশ, মিঠুন দাশ, রূপন দাশ, সুজন দাশ, উজ্জ্বল দাশ, সুমন দাশ, নারায়ণ দাশ, পলাশ দাশ, রুবেল আইচ, অজিত চক্রবর্তী, প্রদীপ সুশীল, নারায়ণ দাশ, মিলন দাশ, অমল মজুমদার, সঞ্জয় ধর প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে প্রকৌশলী আশুতোষ দাশকে সভাপতি, কাঞ্চন আচার্য্যকে সাধারণ সম্পাদক, নারায়ণ দাশকে কোষাধ্যক্ষ ও রতন দাশকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট টংকাবতীরকূল পল্লী প্রগতি সংঘ পরিচালনা পরিষদ গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন : সহ-সভাপতি ডা. সমীর ভট্টাচার্য্য, ডা. জ্যোৎস্নাময় দাশগুপ্ত, রতন কান্তি দাশ, সহ-সাধারণ সম্পাদক দয়াল দাশ, মিঠুন দাশ, সুমন দাশ, সহ-অর্থ সম্পাদক পলাশ দাশ, প্রচার সম্পাদক রুবেল আইচ, সাংস্কৃতিক সম্পাদক অজিত চক্রবর্তী, সদস্য প্রদীপ সুশীল, নারায়ণ দাশ। বিজ্ঞপ্তি