লোহাগাড়ায় ছাত্র আটক।

লোহাগাড়ায় গত শনিবার সন্ধায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি খানদিঘি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬৫০ পিস ইয়াবাসহ এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে করে বলে জানান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. সাইফুল ইসলাম। গ্রেফতারকৃত সাঈদ উদ্দিন (২১)চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের দেলোয়ার হোসেনের পুত্র ও চকরিয়া কলেজের এইএসসি ২য় বর্ষের ছাত্র বলে জানা গেছে।
ওসি সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি ম্যাজিক গাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ সাঈদকে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়া। তিনি জানান, অভিযানের বিষয়টি টের পেয়ে ইয়াবা পাচারকারী সাঈদ পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। পরে তাকে ধাওয়া করে গ্রেফতার কারা হয়। গতকাল রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।