আর মাত্র কিছুদিন পরে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ১৫ অক্টোবর বোধনের মাধ্যমে শুরু হবে এ ধর্মীয় উৎসব।দেবী দুর্গার রংতুলির কাজ চলছে পুরোদমে প্রতিটি মন্ডপে মন্ডপে। পূজা উদযাপনে মন্ডপ ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ দফায় দফায় স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়ে প্রস্তুতিমূলক কার্যাদি সম্পন্ন করেছেন। উপজেলা ও থানা প্রশাসন শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করার জন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে। এবার লোহাগাড়া উপজেলায় সর্বমোট ১০৪টি পূজা মন্ডপ রয়েছে। এর মধ্যে চুনতি ইউনিয়নে তিনটি, বড়হাতিয়া ইউনিয়নে ১৪টি, আধুনগর েইউনিয়নে ৩টি, পুটিবিলা ইউনিয়নে ৪টি, নোহাগাড়া ইউনিয়নে ২টি, আমিরাবাদ ইউনিয়নে ২৬টি, কলাউজান ইউনিয়নে ২২টি, চারম্বা ইউনিয়নে ১১টি, পদুয়া ইউনিয়নে ১৯টি পূজামন্ডপ রয়েছে। অত্র উপজেলায় পূজা উদযাপন পরিষদ দ্বিধাবিভক্ত। চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষে সভাপতি সুনীল সরকার এবং সাধারণ সম্পাদক রাজু ধর এবং চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষে সভাপতি রতন দাশ ও সাধারণ সম্পাদক ডাঃ রিটন দাশ। উভয় কমিটির নেতৃবৃন্দ পৃথক পৃথক সাক্ষাৎকারে শান্তিপূর্ণ পরিবেশে পুজোৎসব সম্পন্ন করার সর্বশ্রেণীর মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।