লোহাগাড়ায় গরু চোরকে উত্তম-মাধ্যম।

গতকাল ২৬ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান কুতুব পাড়া হতে গরু চুরি করে নিয়ে যাবার সময় চরম্বা ইউনিয়নের জাংছড়ি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে স্থানীয় ব্যবসায়ী জনাব, নুরুল ইসলাম গরুসহ চোরকে আটক করেন।

আটক চোর উপজেলার উত্তর কলাউজান কুতুব পাড়ার গোলাম রহমানের পুত্র মো. বেলাল।
গরু নিয়ে যাবার সময় ব্যবসায়ী নুরুল ইসলাম, ওই ব্যক্তির (বেলাল) কাছে গরুটির দাম জিজ্ঞাসা করেন। চোরের কথাবার্তায় ব্যবসায়ী নুরুল ইসলামের সন্দেহ হলে তিনি গরুটি ঘটনাস্থলে রেখে চোরকে নিয়ে উত্তর কলাউজান কুতুব পাড়ায় যান। চোর নিজ বাড়ির আঙ্গিনায় গেলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করে উত্তম-মাধ্যম দেয়। এলাকাবাসী তাদের নিজ নিজ গরু খুঁজে পেলেও ফোরক আহমদ তার গরু খুঁজে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবদুর রহিম। তিনি জানান, গরুটির মালিক ফোরক আহমদকে গরুটি বুঝিয়ে দেয়া হয়েছে। গরু চোর বেলালের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই বিল্লাল জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।