লোহাগাড়ায় গরমে ৩ ছাত্রী অজ্ঞান।

গরমে অতিষ্ঠ হয়ে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের ৩ ছাত্রী অজ্ঞান হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে । অজ্ঞান হওয়া ছাত্রীরা হল সুখছড়ি এলাকার ফরিদুল আলমের কন্যা উম্মে হাবিবা (৯ম শ্রেণি) মো জামালের কন্যা এনি আক্তার (৮ম শ্রেণী) ও সুখিছড়ি হজির পাড়ার আহম্মদ হোসেনের কন্যা মুনিয়া জান্নাত (৯ম শ্রেণি)।

প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ জানান, প্রচন্ড গরমের কারণে এক সপ্তাহ যাবত ২/৩ জন করে বিদ্যালয়ের ছাত্রী অজ্ঞান হয়ে আসছিল । তারা প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে যায়। সর্বশেষ গতকাল মঙ্গলবার ৩ জন ছাত্রী অজ্ঞান হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা শেষে লোহাগাড়া উপজেলা সদরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় দুপুরের বিরতিতে বিদ্যালয় ছুটি দেয়া হয়।

লোহাগাড়া মা-মনি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মনজুর আলম জানান প্রচন্ড গরম সহ্য করতে না পেরে ছাত্রীরা অজ্ঞান হয়ে পড়েছে তবে তারা এখন শংকামুক্ত।