লোহাগাড়ায় আগামী ৩১ মার্চ, রবিবার উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার রাকিবজ্জামান। গত ২৪ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আদালতের নির্দেশক্রমে তা বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. মুনীর হোসাইন খান এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তাতে বলা হয়েছে, ইতিপূর্বে স্থগিত লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদের নির্বাচন আগামী ৩১ মার্চ, রবিবার অনুষ্ঠিত হবে। এদিকে পুনরায় নির্বাচনের তারিখ ঘোষিত হওয়ায় এলাকায় ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।