লোহাগাড়ায় ৯ অক্টোবর মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ইয়াবাসহ ১ জন ও অপরজন সাজাপ্রাপ্ত আসামি বলে জানান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফ শাপলাপুর বড় ডেইল বাহারছড়া এলাকার মৃত আবুল কাশেমের পুত্র মোহাম্মদ উল্লাহ ও উপজেলা সদরের মাস্টার পাড়ার মৃত হাজী আবুল কাশেমের পুত্র মো. নেজামুল হক।
থানা সূত্রে জানা যায়, মোহাম্মদ উল্লাহকে চুনতি খানদিঘি এলাকায় চট্টগ্রাম শহরমুখী দুরপাল্লার বাসে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ ও সাজাপ্রাপ্ত নেজামুল হককে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গতকাল সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।