লোহাগাড়ায় ইয়াবা বিক্রেতা সহ ১৬ জন গ্রেপ্তার

লোহাগাড়ায় এক বিশেষ অভিযানের ১৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পর্যাক্রমে গত ২৬, ২৭ এবং ২৮ আগস্ট অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩ মাদক বিক্রেতাকে ৭শত পিচ ইয়াবাসহ ও ১৩ জন নিয়মিত মামলায়, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভূক্ত আসামি বলে জানান লোহাগাড়া থানার অফিস ইনচার্জ (ওসি) মো: মাইফুল ইসলাম। ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছে উপজেলার পদুয়া ইউনিয়নের ধলিবিলা হাঙ্গরকুল ছফিয়ার পাড়ার মৃত ইয়াকুব মিয়ার পুত্র শফিকুল ইসলাম শফি, একই ইউনিয়নের ধলিবিলা চাঁদের পাড়ার মদন মিয়ার সিরাজুল ইসলাম ও পদুয়া মৌলভী পাড়ার আবদুল মোনাফের পুত্র মো. বাবুল। নিয়মিত মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিরা হলেন উপজেলার চরম্বা ইউনিয়নের জান মোহাম্মদ পাড়ার বাচা মিয়ার পুত্র বেলাল উদ্দিন, উত্তর কলা উজানের আবুল কাশেমের পুত্র আলী হোসেন চুনতি ডেপুটি পাড়ার মো: ইসলামের পুত্র মো: নুরুল আলম, আধুনগর পেঠান পাড়ার মো জাকারিয়ার পু্ত্র মো সেলিম কলাউজান নয়াবাজারের জান মোহাম্মদ পাড়ার আলী পাড়ার আলী আহমদের পুত্র জহির উদ্দিন আধুনগর পাল পাড়ার পুলিন পালের পুত্র দিপু কান্তি পাল পশ্চিম কলাউজান ফতেহ আলী পাড়ার ফোরকান আহম্মদের পুত্র মো রাশেদ আধুনগর আখতরিয়া পাড়ার মৃত মো ইসমাইলের পুত্র আবুল কাশেম লোহাগাড়ার ডলুককুলের মুত গুরা মিয়ার পুত্র মো সেলিম উত্তর কলাউজান সিকদার পাড়ার মৃত এনু মিয়ার পুত্র মো জাফর আহম্মদ চরম্বা বাইয়ার পাড়ার আবুল হোসেনের পুত্র শাহজাহান মো মামুন পুটিবিলা জিএম সিকদার াড়ার মুত ফজলুল হাকের পুত্র হামিদ ও পদুয়া বশির মো সিকদার পাড়ার শাহ আলমের পুত্র আবদুল্লাহ আল মামুন। পুলিশ জানায় গোপন খবরের ভিত্তিতে তাদের স্ব স্ব এলাকায় অভিযান চালিয়ে প্রেপ্তার করা হয়েছে। গতকাল ২৯ আগসন্ট তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।