লোহাগাড়ায় আগুন পুড়ল ৭ দোকান

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ স্কুল রোডে মার্কেট ও হাজী গোলাম হোসেন মার্কেট ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

লোহাগাড়া বটতলী শহর পরিচালানা কমিটির সদস্য মো. শহীদুল কবির সেলিম জানান, ভোর ৪ টার দিকে আগুন লাগার খবর পাই। এসময় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের সহযোগীতায় সাতকানিয়া ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

তিনি আরো জনান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মালিকেরা হলেন ডা: খালেদ মালিকানাধীন খালেদ হোমিও হল, মো. তৌহিদ মালিকানাধীন বিছমিল্লাহ ফার্মেসি, কামালা উদ্দিন মালিকানাধীন হামিদ এন্টারপ্রাইজ, মো. আলমগীর মালিকানাধীন আরফিন কুলিং কর্ণার, মো. নুরু নবী মালিকানাধীন আমিরাবাদ মেট্রেক্স হাউজের ২টি গোউডান, আব্বাস মালিকানাধীন মোস্তাফিজ মেট্রেক্স।

সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স  ষ্টেশনের অফিসার মো: ইদ্রিস জানান ভোরে ঘটনাস্থল থেকে কেউ আমাদের অফিসে ফোন করে খবর দেয় । খবর

পেয়ে আমরা ঘটনাস্থলে দ্রুত পৌছে স্থানীয়দের সহযোগীতায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।তবে আগুন লাগার সূত্রপাত তাৎক্ষনিক ভাবে জানা যায়নি। তিনি আরো জানান যেহেতু সব ব্যবসা প্রতিষ্ঠান সে হিসাবে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় অর্ধ কোটি টাকা হবে বলে মনে করি।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা জানান দোকান থেকে মালামাল কিছুই বের করতে পারি নি।