লোহাগাড়ায় আগস্ট গ্রেনেড হামনায় নিহতদের স্মরণে কৃষক লীগের আলোচনা সভা ।

লোহাগাড়া উপজেলা কৃষকলীগের উদ্যোগে একুশে আগস্ট গ্রেনেড হামনায় নিহতদের স্মরণে গত ২১ আগস্ট বটতলী মোটর স্টেশনস্থ এ. রহমান মার্কেটে চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম– ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী। উপজেলা কৃষকলীগের সহ–সভাপতি নুরুল ইসলাম ভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ–সভাপতি নিবাস দাশ সাগর, উপজেলা আওয়ামী লীগ নেতা এইচ এম গনি সম্রাট, এস. এম আবদুল জব্বার, সাইফুল আলম, মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ।

উপজেলা কৃষকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হক চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন নুরুল আলম জিকু, রশিদ আহমদ, বাদশা খালেদ, নুরুল হক নুনু, আলী আহমদ, তুষার কান্তি বড়ুয়া, হাজী ফোরকান, মৃদুল বড়ুয়া, শিমুল বড়ুয়া, আবদুর রহিম, ডাঃ মোঃ জয়নাল আবেদীন, সহ–সভাপতি রুবেল কান্তি নাথ, জাবেদ, জাহাঙ্গীর আলম, লোহাগাড়ার রাশেদুল হক।