চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের টেন্ডল পাড়ার জামাল কলোনীতে এক অর্ধগলিত মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার দুপুর আনুমানিক দেড়টায় স্থানীয় ইউপি সদস্য আব্দুস ছবুর লোহাগাড়া থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। নিহত মহিলার নাম রেহেনা আক্তার (৩২)। তার বাপের বাড়ী বড়হাতিয়া ইউনিয়নের হাদুর পাড়া এলাকায়। সে পুটিবিলা ইউনিয়নের তাঁতি পাড়া গুরা পুকুর পাড় এলাকার মোহাম্মদ আমিরের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য মো: আব্দুস ছবুর ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, উক্ত কলোনির বাসিন্দারা তার বাসাটি কয়েক দিন ধরে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। সকালে উটবট গন্ধ পেলে তাকে খবর দেয়। পরে পুলিশ ও স্থানীয়রা তালা ভেঙ্গে দেখতে পান মহিলার অধগলিত লাশ।
জামাল কলোনীর মালিক জানান, গত ১১ এপ্রিল তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বাসা ভাড়া নেন। কাগজপত্রের কথা জিজ্ঞেস করলে বিয়ের কাবিন নামা এবং জাতীয় পরিচয় পত্র কয়েক দিন পরে দিবেন বলে তাকে জানান। এরপর থেকে আর কোন তারা যোগাযোগ করেনি।
ঘটনার খরব পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া থানার ওসি মো: সাইফুল ইসলাম ও এসআই আব্দুল আউয়াল।
লোহাগাড়া থানার ওসি মো: সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এঘটনাটি রহস্যাবৃত বলে স্থানীয় কেউ কেউ মন্তব্য করেছেন। এঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অন্যদিকে রেহেনার স্বামী আমিরের পদুয়ায় দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, আমির গত বৃহস্পতিবার সৌদি আরবে পালিয়ে চলে গেছেন।