লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়ি দরবার শরীফ স্টেশনের মোঃ আলী মার্কেটে শনিবার দিনগত রাত ৩টায় অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরা। ক্ষতিগ্রস্তরা হলেন সৈয়দ মুহাম্মদ আবদুল আহাদের টেলিকম সেন্টার, মোহাম্মদ ইউনুচের তানজিনা স্টোর, মোহাম্মদ মানিকের কুলিং কর্ণার, মাস্টার গিয়াস উদ্দিনের ফার্মেসি, সজল শীলের সেলুন, হুমায়ুনের মুরগি সেল্স সেন্টার, দিলীপ কান্তি শীলের সেলুন, মোহাম্মদ মিজানের মুদির দোকান, মোঃ কামালের ইলেকট্রিক দোকান, ফজল করিমের মাইক সার্ভিস এন্ড ইলেকট্রিক সেন্টার, মোঃ দেলোয়ারের ফার্নিচারের শো–রুম ও মোঃ বাবুলের বাবুল স্টোর। ক্ষতিগ্রস্ত দোকানদার সৈয়দ মুহাম্মদ আবদুল আহাদ জানান, হুমায়ুনের মুরগির সেল্স সেন্টারে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক লাইন চালু থাকায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় ব্যর্থ হন তারা। ফলে ওই মার্কেটের সব দোকান পুড়ে ছাই হয়ে যায়। গতকাল পর্যন্ত ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় কেউ এগিয়ে আসে নি। ক্ষতিগ্রস্তরা তাদের উপার্জনের শেষ সম্বল হারিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন বলে জানা গেছে।