লোহাগাড়ার সুখছড়ী কালী মন্দিরে মা সমাবেশ

লোহাগাড়ার সুখছড়ী কালী মন্দিরে গত ৭ সেপ্টেম্বর মোহনা গীতা শিক্ষা নিকেতনের উদ্যোগে মা সমাবেশ ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে সমস্বরে গীতাপাঠ করেন শিক্ষার্থীরা। গীতা শিক্ষা নিকেতনের সভাপতি বিমল মজুমদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা চট্টগ্রাম সিটি কর্পোরেশন মহিলা কলেজের অধ্যাপক ও এডেসান গ্রুপর চেয়ারম্যান শুভ্রা দাশ।
উদ্বোধক ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মৌমিতা দাশ। প্রধান বক্তা ছিলেন প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। আশীর্বাদক ছিলেন সুখছড়ি কালী মন্দির কমিটির সম্পাদক ও লোহাগাড়া পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ডা.রিটন দাশ। বিশেষ অতিথি ডা. নির্মল নাথ, বিএসআরএম’র সিনিয়র অফিসার সৈকত পাল, শিক্ষানুরাগী শিক্ষক বাদল দত্ত,সুখছড়ি কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি মিলন দাশ, অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা (ডি.এফ.ও) বাদল দাশ, শিক্ষক অনুপ দাশ, স্বপন চৌধুরী, হরিসাধন দাশ প্রমুখ। গীতা শিক্ষা নিকেতনের সাধারণ সম্পাদক তাপস দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য ও নবদিগন্ত সংঘের প্রধান উপদেষ্টা ল্যান্স কর্পোরাল সুজন দাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রুপন বিশ্বাস, রোমেল দাশ, পংকজ সুশীল, কাজল দাশ, যীশু দাশ, রিপন দাশ, রাসেল চৌধুরী, কাঞ্চন চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন গীতা স্কুলের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অতিথিবৃন্দ গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মাঝে শ্রীমদ্ভগবদ্গীতা ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক শুভ্রা দাশ বলেন, একজন আদর্শ মা–ই একটি আদর্শ সমাজ গড়তে পারে। শিশুরা অনুকরণপ্রিয়। মা হলো প্রথম শিক্ষক আর পরিবার হলো প্রথম বিদ্যালয়। একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণে মায়েদের ভূমিকা অনস্বীকার্য। খবর বিজ্ঞপ্তির।