লোহাগাড়ার চুনতি লোকনাথ ধামে ধর্মসভা অনুষ্ঠিত

লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব তিথি উপলক্ষে গত ৩ সেপ্টেম্বর লোহাগাড়ার চুনতি লোকনাথ ধামে লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হয়। সমাজসেবক নিরোদ বরণ আচার্য্যের সভাপতিত্বে আয়োজিত ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন লোকনাথ ব্রহ্মচারী সেবা সংঘ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি উৎপল রক্ষিত। উক্ত ধর্মসাভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ এস্ট্রোলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি অধ্যক্ষ এ.আর আচার্য্য। বিশেষ অতিথি ছিলেন লোকনাথ সেবা সংঘের সুব্রত দাশ, উৎপল দত্ত, ডা. মৃণাল কান্তি শীল, শিক্ষক অসীম চৌধুরী, অরবিন্দু ধর, চকরিয়া থানা হিন্দু মহাজোটের সভাপতি শ্যামল আচার্য্য, লোকনাথ ব্রহ্মচারী সেবা সংঘ চট্টগ্রাম জেলা শাখার সহ–সভাপতি সুনীল দত্ত প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক অরুণ বিকাশ আচার্য্য। প্রধান অতিথি চুনতি লোকনাথ ধামের নাটমন্দির তৈরীর জন্য সহযোগিতার আশ্বাস দেন।