লোহাগাড়ার চুনতি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে প্রাইভেটকার

লোহাগাড়ার চুনতি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার মহাসড়কের পাশের চাষের জমিতে পড়ে চালক সহ তিনজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে সাড়ে ১০টার দিকে স্থানীয় মিডওয়ে হোটেলের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হেলেন, দৈনিক কালের কণ্ঠের চট্টগ্রাম ব্যুরো অফিসের নিজন্ব প্রতিবেদক আসিফ সিদ্দিকী (৩৭) তার মা জোছনা আরা বেগম (৬২) এবং প্রাইভেটকার চালক মো. ইকবাল(২৮)। দৈনিক কালেক কণ্ঠের চট্টগ্রাম ব্যুরো অফিসের ডেপুটি ব্যুরো চিফ শিমুল নজরুল জানান, সকাল ৮টার দিকে নগরের এমইএস কলেজ এলাকার বাসা থেকে স্মার্ট কার্ড আনতে প্রাইভেট কারযোগে চকরিয়া যাচ্ছিলেন আসিফ সিদ্দিকী ও তার মা। সকাল সাড়ে ১০টার দিকে চুনতির মিডওয়ে হোটেলের সামনে স্টার লাইন পরিবহনের একটি বেপরোয়া বাসকে সাইড দিতে গিয়ে প্রাইভেট কারটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এ সময় এটি পাশের চাষের জমিতে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।
এই ঘটনায় আহত সাংবাদিক আসিফ সিদ্দিকী এবং তার মা জোছনা আরা বেগম শষ্কামুক্ত হলেও চালক ইকবাল এখনও শষ্কামুক্ত নন বলে জানান শিমুল নজরুল।