আগামী ২৩ সেপ্টেম্বর লোহাগাড়ার চুনতিতে এক জনসভায় উপস্থি থাকার কথা রযেছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওয়ায়দুল কাদের এমপির।
উক্ত সমাবেশেকে জনসমুদ্রে পরিণত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন । গতকাল ১৯ সেপ্টেম্বর বুধবার উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দলীয় নেতাকর্মীদের প্রতি তিনি এ আহ্বান জানান। আগামী ২৩ সেপ্টেম্বর লোহাগাড়ার চুনতিতে ইছহাক মিয়া সড়কের উদ্বোধন ও মেহেরুন্নিছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওয়াবদুল কাদের এমপির সুধী সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক এ জরুরি বর্ধিত সভার আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ। লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দীন হিরুর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মাওলানা নুরুল আবছার। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীনিবাস দাশ সাগর, মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম, আনিস উল্লাহ, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু, চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান।