লোহাগাড়া সংবাদদাতা : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘লোহাগাড়া উপজেলা কেমন দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভায় যে সব প্রস্তাবনা দেওয়া হয় সেগুলো হলো, চাঁদাবাজি, সিন্ডিকেট বন্ধ করা; দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে ধারাবাহিক মনিটরিং করা, চিহ্নিত সন্ত্রাসী, দখলদার, মাদক কারবারি, দুর্নীতিবাজদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি সন্ত্রাস ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযান পরিচালনা করা; শিক্ষাপ্রতিষ্ঠান দখলদার ও লেজুড়বৃত্তিক মুক্ত; অতিরিক্ত ফি আদায়, দুর্নীতি, অনিয়ম বন্ধ করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা; কিশোর গ্যাং, ইভটিজিং প্রতিরোধে বিশেষ সেল গঠন করা।
গত বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান। সভায় বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন- মো. জহির, মো. নোমান, মো. আবু বক্কর, মো. হারুন অর রশিদ, হুমায়ন রশিদ সাব্বির, মো. আরিয়ান, মো. ফাহিম, মো. সুজন, মো. আমজাদ, মো. জিসানসহ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন, ছাত্রসমাজ ও সচেতন মহলের প্রতিনিধিগণ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে যথাযথ চিকিৎসাসেবা প্রদানের জন্য কার্যকর প্রদক্ষেপ নেওয়ার পাশাপাশি লোহাগাড়ার অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ এবং নিবন্ধিত হাসপাতাল,ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের অতিরিক্ত ফি আদায়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও সেবার মান নিশ্চিতে কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করা, সরকারি সকল সেবামূলক প্রতিষ্ঠানে হেল্প ডেস্ক সেবা প্রদান করা, প্রত্যেক ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে অপরাধ প্রতিরোধে আলাদা টিম গঠন করাসহ বিদ্যুৎ অফিসে হয়রানি ও দুর্নীতি বন্ধে ব্যবস্থা গ্রহণ করা।