লোহাগাড়ার বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনাল-’২৪ সম্পন্ন

লোহাগাড়া সংবাদদাতা : লোহাগাড়াস্থ বড়হাতিয়া চাকফিরানি পাঁচকানিয়া মাঠে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ-২০২৪ ফাইনাল ৩১ জুলাই বুধবার, বিকেল ৩টায় বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, চেয়ারম্যান মো:  হারুনুর রশিদ, সাবেক চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান,
বড়হাতিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান ১ মোহাম্মদ উসমান, প্যানেল চেয়ারম্যান ২ মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাষ্টার এস. কে. শামসুল  আলম, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, উপজেলা আওয়ামী  স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাহাদুর চৌধুরী, মাস্টার মোস্তাক আহমদ, মোহাম্মদ আনিছুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আবুল হাশেম, মাস্টার নাছির আহমদ, লিটন চৌধুরী, নাজিম উদ্দিন বাচ্চু, মোহাম্মদ ইকবাল, সাতকানিয়া উপজেলা যুবলীগের সদস্য ওমর ফারুক ভ্ট্টুু, খলিল উল্লাহ সোহাগ, মোহাম্মদ রাকিব, ইউপি সদস্যবৃন্দ সহ রাজনৈতিক ও  সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি শুভেচ্ছা জানান সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা। উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা ও বড়হাতিয়া ইউনিয়নে ক্রীড়াঙ্গনে অবদান রাখার জন্য বিশিষ্ট জনদের সম্মাননা প্রদান করা হয়।
খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ট্রাইবেকারে ৬নং ওয়ার্ড টীম ৫-৪ গোলে ৮নং ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।