লোকোমাস্টার অপহরণ, চবির শাটল চলাচল বন্ধ

বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের লোকোমাস্টার (চালক) মো.কাউসারকে অপহরণ করে নিয়ে গেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক অংশের নেতাকর্মীরা।

রোববার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এসময় নগরীর ষোলশহর স্টেশন মাস্টার সাহাব উদ্দিনকে ট্রেন না চালানোর হুমিকও দিয়েছে।

এদিকে এ ঘটনায় শাটল ও ডেমু ট্রেন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ষোলশহর স্টেশন মাস্টার সাহাব উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ পরিচয় দিয়ে একদল লোক ট্রেনের চালাক কাউসারকে অপহরণ করে নিয়ে যায়। এসময় ট্রেন না চালানোরও হুমিক দেওয়া হয়। কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে জানি না। বর্তমানে শাটল চলাচল বন্ধ রয়েছে।