লোহাগাড়ায় ২ মাদকবিক্রেতা এবং ১ পরোয়ানাভুক্ত আসামী গ্রেপ্তার

গত ১ অক্টোবর (সোমবার) দিনগত রাতে পৃথক ভাবে বিশেষ অভিযান চালিয়ে লোহাগাড়ায় দুই মাদকবিক্রেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের মধ্যে ১ হাজার পিস ইয়াবাসহ মো. নুরুল আবছার এবং মো. ইয়াছিন আরাফাত নামে ২ জন এবং অপরজন মো. সাইফুল ইসলাম গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি বলে জানান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম।
থানা সূত্রে জানা গেছে, ইয়াবা বহনকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।