লাইব্রেরির গোডাউনে বিনামূল্যের পাঠ্যবই জব্দ, আটক ১

পতেঙ্গায় একটি লাইব্রেরির গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি বিনামূল্যের পাঠ্যবই ও নকল গাইড জব্দ করা হয়েছে। এ ঘটনায় লাইব্রেরির মালিক কবির হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ।

শনিবার (১০ মার্চ) মধ্যরাতে নগরীর পতেঙ্গা থানার স্টিলমিল বাজার এলাকায় একটি বইয়ের লাইব্রেরির গোডাউন থেকে পাঠ্যবইগুলো জব্দ করা হয়।

আটক কবির হোসেন একই এলাকার ছাত্রবন্ধু লাইব্রেরির মালিক।

পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ছাত্রবন্ধু লাইব্রেরির গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির পর্যন্ত বিনামূল্যের পাঠ্যবই এবং পাঞ্জেরি, লেকচার, অ্যাডভান্সসহ বিভিন্ন প্রকাশনীর নকল গাইড বই জব্দ করা হয়।

এ ঘটনায় লাইব্রেরি মালিককে আটক করা হয়েছে। জব্দ হওয়া বইয়ের দাম আনুমানিক ৬০ লাখ টাকা। লাইব্রেরির মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।