রোহিঙ্গাদের জন্য ভারতের ত্রাণসামগ্রী বাংলাদেশকে হস্তান্তর

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের জন্য দ্বিতীয় দফায় জাহাজে করে পাঠানো ভারতের তিনশ’ ৭৩ মেট্রিক টন ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়েছে।

বুধবার সকালে চট্টগ্রাম বন্দরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসন চৌধুরী মায়ার কাছে ত্রাণসামগ্রী তুলে দেন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ।

এসময় বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

মন্ত্রী বলেন, সাহায্য দিয়ে এই সমস্যার সমাধান হবে না। এর স্থায়ী সমাধান চায় বাংলাদেশ। এর জন্য ভারতের বিশেষ ভূমিকা আশা করি।রোহিঙ্গাদের সাহয্যের চেয়ে বেশি প্রয়োজন হবে মায়ানমারে ফিরিয়ে দেয়া।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ভারত সবসময় বাংলাদেশের দরকারে পাশে থেকেছে। বাংলাদেশে যে মানবিক সংকট তৈরি হয়েছে তা মোকাবেলায় ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে।

৫ মে বিশাখাপত্তম বন্দর থেকে একশ’ ৪ মেট্রক টন গুঁড়ো দুধ, ১০২ মেট্রিক টন শুটকি, ৬১ মেট্রিক টন শিশু খাদ্য, ৫০ হাজার রেইনকোট, ৫০ হাজার জোড়া গামবুট ত্রাণ নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় ভারতীয় নৌবাহিনীর জাহাজ‘ঐরাবত’। অনুষ্ঠানে জানানো হয় ১ মিলিয়ন লিটার কেরোসিন তেল এবং ২০ হাজার রান্নার চুলাসহ আরও একটি চালান শীঘ্রই আসবে। এর আগে ২০১৭ সালে ভারত নয়শ; ৮১ টন ত্রাণ সামগ্রী দিয়েছিল।