রোনালদোর একমাত্র গোলে শিরোপা জুভেন্টাসের

ইতালিয়ান সুপার কাপ ফাইনালে এসি মিলানকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস। জুভেন্টাসের হয়ে একমাত্র গোলটি করেন রোনালদো।

ইতালিয়ান সুপার কাপের ফাইনালে এর আগে দুবার মুখোমুখি হয়েছিল জুভেন্টাস ও এসি মিলান। ২০০৩ সালে জুভেন্টাস জিতলেও ২০১৬ সালে শিরোপা ঘরে তোলে মিলান। এবার সৌদি আরবের জেদ্দায় বাদশাহ আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়াম থেকে শিরোপাটি উঠল জুভেন্টাসের ঘরেই। ঘুমপাড়ানি এক ম্যাচে বুধবার রাতে মিলানকে ১-০ গোলে হারিয়েছে জুভেন্টাস।

ম্যাচের শুরু থেকে শেষ অবধি আধিপত্য ছিল জুভেন্টাসেরই। বল দখলের লড়াইয়েও বেশ এগিয়ে ছিল রোনালদোরা। তবে গোলমুখ খুলতে ঘাম ঝরাতে হয়েছে অনেকখানি। প্রথমার্ধে বেশ কবার মিলানের রক্ষণে হানা দিলেও আলেগ্রির শিষ্যরা গোলের দেখা পাননি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬১তম মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় জুভরা। পিয়ানিচের বাড়ানো বলে হেডে বল জালে জড়ান পর্তুগিজ সেনা। ৭৪তম মিনিটে এমরে কানকে ফাউল করে লাল কার্ড দেখেন মিলানের মিডফিল্ডার কেসিয়ে। দশজনের মিলান তখন হয়ে ওঠে আরও বিবর্ণ।

গেল মৌসুমে জুভেন্টাস সিরি আ ও ইতালিয়ান কাপ জিতেছিল। আর গত মৌসুমে ইতালিয়ান কাপের রানার্সআপ হয়ে এবার ইতালিয়ান সুপার কাপের ফাইনালে খেলার সুযোগ পায় মিলান।